Wednesday, January 7, 2015

যে ফোনে চার্জ থাকবে ১ মাস


ফিনল্যান্ডভিত্তিক মোবাইল ফোন নির্মাতা নকিয়াকে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কিনে নেওয়ার পর থেকে নকিয়া ফোন ব্যবহারের সুযোগ হারায় গ্রাহকরা। তবে নকিয়া ব্র্যান্ড নাম ব্যবহার করে বাজারে নতুন ফোন আনছে মাইক্রোসফট। নকিয়া ২১৫ নামের নতুন এই মডেলটির দাম মাত্র ২৯ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২২৭১ টাকা।
নোকিয়া ২১৫ হ্যান্ডসেট
এই মডেলটিকে ইন্টারনেট ব্যবহারের উপযোগী এন্ট্রি লেভেলের সবচেয়ে কমদামের ফোন বলে দাবি করেছে মাইক্রোসফট।
মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের বাজারে চলতি বছরের প্রথম প্রান্তিকে ফোনটি পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মেইল অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটারি ব্যাকআপের দিক থেকে নকিয়া ২১৫ মডেল অন্য ফোনের তুলনায় ঈর্ষণীয়। ২৯ দিন পর্যন্ত চার্জ থাকবে এতে। ডুয়েল সিম ব্যবহার করলে চার্জ থাকবে ২১ দিন। এটি ২০ ঘণ্টা পর্যন্ত টকটাইম দেবে। একটানা গান শোনা যাবে ৪৫ থেকে ৫০ ঘণ্টা।
ফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে প্রিলোডেড হিসেবে রয়েছে অপেরা মিনি ওয়েব ব্রাউজার। সার্চ ইঞ্জিন হিসেবে আছে বিং-ও।
নোকিয়ার এ মডেলটিতে ফেসবুকের আলাদা অ্যাপ্লিকেশনও থাকছে। ফেসবুকের সব নোটিফিকেশন তাৎক্ষণিকভাবে স্মার্টফোনের মতোই পাওয়া যাবে এতে। নিউজ ফিড দেখা, স্ট্যাটাস আপডেট করা এবং ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারের সুবিধাও থাকছে এই ফোনে।
টুইটারেও ঢুঁ মারা যাবে এই ফোন থেকে। বাড়তি ফিচার হিসেবে থাকছে এমএসএন ওয়েদার অ্যাপ্লিকেশন।
২.৪ ইঞ্চি ডিসপ্লের কালো, সবুজ ও সাদা রঙের এই ফোনে থাকছে প্রথাগত কিপ্যাড। ০.৩ মেগাপিক্সেল রেজ্যুলেশনের একটি ক্যামেরাও রয়েছে এতে। ভিডিও করা যাবে ফোনটি দিয়ে। আরও রয়েছে ৮ মেগাবাইট র‌্যাম ও ব্লুটুথ ৩.০। ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করা যাবে এতে। এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও, ফ্ল্যাশলাইট টর্চও রয়েছে এই ফোনে।

No comments:

Post a Comment