প্রাথমিক পর্যায়ে ওয়ার্ডপ্রেস ছিল একটা ব্লগিং প্লাটফর্ম। মানে আপনের একটা ব্লগ অ্যাড্রেস থাকবে, সেইটাতে আপনি ব্লগিং করবেন। ধরেন আপনে একটা ব্লগ খুললেন প্রথম আলো ব্লগে, আপনের খুব ইচ্ছা এইখানে ব্লগ লেইখা ফাটায় ফেলবেন। তো আপনে একটা ব্লগ লেখলেন, লেখলেন “আমার নাম মুকলেস, আমার বাম হাত এইটা, আমার পাঁচটা আঙ্গুল আছে, আমার দুইটা হাত, দুইটা পা……”; তো এই ব্লগ লেখার পরে আপনে পোস্ট কইরা দিলেন; দ্যাখা গেল ব্লগের মডারেটর সাহেব আপনের সব লেখা কাইট্টা ছাইটা লেইখা রাখছে “আমি মুকলেস”; এই দেইখা আপনি হতাশায় ডিসিশন নিলেন যে এই ব্লগের সাথে আপনে আর নাই, আপনি নিজের ব্লগ খুলবেন, নিজের যা মন চায় তাই লিখবেন। প্রথম দিকে ওয়ার্ডপ্রেস আপনাকে এই ব্লগ খোলার ই সুযোগ কইরা দিত।
দিন পাল্টাইছে, পাল্টাইছে ওয়ার্ডপ্রেস; পালটাইতে পালটাইতে ওয়ার্ডপ্রেস এখন মহিরুহ। টাইমস এর হিসাব মতে এখন সারা দুনিয়ায় প্রায় ৫৩ ভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। কারন এইটা দিয়ে সাইট বানাইতে কোন কোডিং জানা লাগে না, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লেখা যায়, ওয়ার্ডপ্রেসেও একইভাবে লেখা যায়, এর উপর আছে হাজার ধরনের প্লাগিন্স; যেইটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট সাজাইতে পারবেন মনের মত। আর ওয়ার্ডপ্রেস এর সবচেয়ে অসাধারণ দিক হইল এইটা পুরা ফ্রী। এক টাকাও কেউ চাইব না আপনের কাছে কোন দিন।
ওয়ার্ডপ্রেস এর প্রকারভেদ –
ওয়ার্ডপ্রেস মূলত দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে, দুইটাই ফ্রী –
১. wordpress.com
২. wordpress.org
১. wordpress.com
wordpress.com এ আপনি একটা ফ্রী সাবডোমেইন পাবেন, প্রায় ২ জিবির মত হোস্টিং পাবেন, আর পাবেন ওয়ার্ডপ্রেস এর নির্দিষ্ট করে দেয়া কয়েকটা ডিজাইন, যেগুলার কেতাবি নাম ‘ওয়ার্ডপ্রেস থিম’; আপনি যেভাবে নরমাল ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন ঠিক সেইভাবে নরমালি আপনি wordpress.com এ অ্যাকাউন্ট খুলতে পারেন আর ধুমায় ব্লগিং করতে পারেন। তবে এর সমস্যাও আছে, wordpress.com এ খোলা সাইট বা ব্লগে আপনি কোন ধরনের চেঞ্জ করতে পারবেন না, প্লাস আপনাকে যেই ওয়েবসাইট ঠিকানা দেওয়া হবে সেইটা হবে এইরকম – mukhles.wordpress.com
No comments:
Post a Comment