রুবেন পল
আয়োজকরা জানান, কম বয়সীদের মধ্যে সাইবার নিরাপত্তার সচেতনতা বাড়ানোর বিষয়ে বক্তৃতা দিতে আমন্ত্রণ করা হয়েছে রুবেনকে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সাইবার নিরাপত্তা সম্মেলনে এ বিষয়ে বক্তৃতা দিয়ে সবাইকে তাক লাগায় এই বিস্ময়বালক। নয়াদিল্লির সম্মেলন হবে তার ক্যারিয়ারের চতুর্থ বক্তৃতা।
এই বছরের আগস্টে বাবাকে অংশীদার হিসেবে নিয়ে ‘প্রুডেন গেমস’ নামের গেমিং প্রতিষ্ঠান চালু করে রুবেন। সে এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছে। সঙ্গে চলছে কম্পিউটার পোগ্রামিং বিষয়ে অধিকতর জ্ঞান আহরণ।
রুবেনের বাবা মানু পলের জন্ম ভারতের ওডিশায়। কিন্তু ২০০০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে থাকছেন তিনি এবং কাজ করছেন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলে। তিনি জানান, দেড় বছর আগে তার কাছেই কম্পিউটার পোগ্রামিংয়ের ভাষা শিখতে শুরু করে রুবেন। এখন সে নিজেই তৈরি করতে পারে নিজের প্রজেক্টের নকশা। সূত্র: এনডিটিভি
No comments:
Post a Comment