Thursday, November 27, 2014

How to create account in Twitter

  • First you have to www.twitter.com and then press Enter and then click Sign up for Twitter.



  • Then you have to fill up the following page and then click Sign up.






  • Then you will find the following page and you have to click Let's go.




  • Now you will find this page from this page you have choose what are you interested and then  click continue.





  • Then you have to see this page and from this page you have to follow 40 and after that you have to click Follow 40 &continue.





  • Now you will find this page from here you have to Customize your profile like you have to upload your photo then click Upload photo




  • Then you have to see the page and then you have to click Continue.





  • Then you will find the page and then click Upload your Gmail contacts.




  • You have done almost now you will find your Twitter dashboard and from here you can Twitt.




Sunday, November 23, 2014

How to create account in webs.com


  • Firstly you have to go www.webs.com and then you have to click Signup option.





  •  Then you have to fillup this page.




  • Then you have choose a theme for your site and then you have to click create my website





  • Then you have to write your domain name and then click Select Package



  • You have to select free package






  • Finally you have to see your website dashboard




Friday, November 14, 2014

How to upload image in Flickr

Flickr is a very popular image submission site, so everybody should know how to upload image in Flickr. Now I shall discuss about this.

  • If you want to upload an image in Flickr at first you have type www.flickr.com then you have to press Enter. Then you will find this page and you have to click Sign up



  • Then you will find the following page and then you have to fill the page and after that you have to click Create account.



  • Then you have to click Sign in.


  • Then you have to type your yahoo email id and give your password and then you have to click Sign in.



  • Now you will find your Flickr dashboard


  • Then you have to take your courser on You option and from here you have to click photostream


  • Then click Upload now



  • Then click choose photos and videos



  • Then you will find the following page from this page you have to select a photo and then click open


  • Then you have to click upload 1 photo and finally you have to click upload







Thursday, November 13, 2014

৮ বছরেই গেমিং প্রতিষ্ঠানের বস


ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সাইবার নিরাপত্তা বিষয়ক সম্মেলন ‘গ্রাউন্ড জিরো সামিট’। এই সম্মেলনে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সহকারী স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা বিভাগের পরিচালক, ট্রাফিক পুলিশের কমিশনারদের মতো রাষ্ট্রীয় হর্তাকর্তা ব্যক্তিদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে ৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন বালককে।
রুবেন পল
রুবেন পল
রুবেন পল নামের এই বিস্ময় বালক ‘প্রুডেন গেমস’ নামে একটি গেমিং প্রতিষ্ঠানের প্রধান কর্তার দায়িত্ব পালন করছে! কেবল এই প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ আসনেই আটকে নেই- আজকাল সাইবার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সম্মেলনে বক্তার আসনেও দেখা যাচ্ছে তাকে।
আয়োজকরা জানান, কম বয়সীদের মধ্যে সাইবার নিরাপত্তার সচেতনতা বাড়ানোর বিষয়ে বক্তৃতা দিতে আমন্ত্রণ করা হয়েছে রুবেনকে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সাইবার নিরাপত্তা সম্মেলনে এ বিষয়ে বক্তৃতা দিয়ে সবাইকে তাক লাগায় এই বিস্ময়বালক। নয়াদিল্লির সম্মেলন হবে তার ক্যারিয়ারের চতুর্থ বক্তৃতা।
এই বছরের আগস্টে বাবাকে অংশীদার হিসেবে নিয়ে ‘প্রুডেন গেমস’ নামের গেমিং প্রতিষ্ঠান চালু করে রুবেন। সে এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছে। সঙ্গে চলছে কম্পিউটার পোগ্রামিং বিষয়ে অধিকতর জ্ঞান আহরণ।
রুবেনের বাবা মানু পলের জন্ম ভারতের ওডিশায়। কিন্তু ২০০০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে থাকছেন তিনি এবং কাজ করছেন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলে। তিনি জানান, দেড় বছর আগে তার কাছেই কম্পিউটার পোগ্রামিংয়ের ভাষা শিখতে শুরু করে রুবেন। এখন সে নিজেই তৈরি করতে পারে নিজের প্রজেক্টের নকশা। সূত্র: এনডিটিভি

মেইল যেভাবে হ্যাক হয়


gmail hack 2
হ্যাকাররা আক্রমণে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে।
কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। ইন্টারনেট জগতেও এ কথাটি অক্ষরে অক্ষরে ফলে। এই যেমন- ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়া।
গুগলের এক গবেষণায় দেখা গেছে, মেইলের কন্টাক্টের কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে, ঐ অ্যাকাউন্ট স্ক্যামের আসার হার ৩৬ গুণ বেড়ে যায়।
স্ক্যাম হলো ভুয়া তথ্য দিয়ে লোভ দেখিয়ে মেইল পাঠানো। এর মাধ্যমে ইমেইল ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়।
মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা দুর্লভ, দৈনিক প্রতি ১০ লাখের মধ্যে ১তি। কিন্তু , একবার চুরি হওয়া শুরু করলে, এ হার বেড়ে যায়।
গুগল জানিয়েছে, এ ধরনের হ্যাকাররা প্রধানত চীন, আইভরি কোস্ট, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকায় বসবাস করে। তবে তারা পৃথিবীব্যাপী হামলা চালায়।
গুগল নিজে জিমেইল অ্যাকাউন্টে স্ক্যামের ব্যাপারে সতর্কতা মেনে চলে। যদিও হ্যাকাররা আক্রমণে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে।
গুগল তিন বছর গবেষণা করে এ ধরনের কিছু পদ্ধতি বের করে এনেছে। সুপারিশসহ পদ্ধতিগুলো নিম্নে দেওয়া হল-
কার্যকর স্ক্যাম
সাইবার দুর্বৃত্তরা স্ক্যামকে বিশ্বাসযোগ্য করে বিভিন্ন কৌশলের আশ্রয় নেয়। তারা ইমেইল লগইন এবং পাসওয়ার্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত চেয়ে গুগলের বা বিশ্বাসযোগ্য কোনো উৎসের অনুকরণে মেইল পাঠায়। এ মেইলের সাথে যুক্ত লিংকে ক্লিক করলে তা গুগলের মতো আরেকটি পেজে নিয়ে যায় ই–মেইল ব্যবহারকারীকে। কিন্তু এটি ভুয়া পেজ।
গুগল জানিয়েছে এ ধরনের স্ক্যামগুলো ৪৫ শতাংশ ক্ষেত্রে কার্যকর।
তাই জিমেইল ইউজার নেম বা পাসওয়ার্ড কখনো কোথাও মেইল করবেন না। সব সময় যে লিংকে ক্লিক করছেন, সেই ইন্টারনেট ঠিকানাটি আসল জিমেইল সাইটের কি না, তা পরীক্ষা করে দেখুন।
যা হওয়ার এক দিনেই হয়
হ্যাক হওয়ার এক দিনের মধ্যেই হ্যাকাররা যা সর্বনাশ করার করে ফেলে। ই–মেইলের পাসওয়ার্ড পেয়ে গেলে গড়ে সাত ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে ফেলা হয়।
তবে ২০ শতাংশ ই–মেইল ব্যবহারকারী এই সাত ঘণ্টা সময়ও পান না। মাত্র ৩০ মিনিটেই তার সব তথ্য চুরি হয়ে যায়। হ্যাকাররা পাসওয়ার্ড পরিবর্তন করে ই–মেইল পুরোপুরি কব্জা করে ফেলে বলে ওই অ্যাকাউন্ট আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না।
তাই মোবাইল ফোন বা ব্যাক আপ মেইলে অ্যাকাউন্ট অ্যালার্ট সাইন আপ করে রাখুন। এবং অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বুঝতে পারলে দ্রুত ব্যবস্থা নিন।
তিন মিনিটে সব মেইল পড়া শেষ
আপনার অনেক মেইল হ্যাকাররা কি ধরে ধরে পড়ে? এতে অনেক সময় লাগে বলে
স্বয়ংক্রিয় পদ্ধতিতে পুরো ই–মেইল স্ক্যান করে দুবৃ‌র্ত্তরা মাত্র তিন মিনিটেই তাদের কাঙ্ক্ষিত তথ্য উদ্ধার করে ফেলে। ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং স্বাক্ষরের কোনো ছবি আছে কি না, আগে খুঁজে দেখে তারা।
এ ছাড়াও এই ই–মেইল দিয়ে পেপ্যাল, আমাজনের মতো অন্য অ্যাকাউন্টে ঢোকা যায় কি না, তা পরীক্ষা করে দেখে। তারা ই–মেইলের সার্চ ফিচার ব্যবহার করে ‘ওয়্যার ট্রান্সফার’, ‘ব্যাংক’, ‘অ্যাকাউন্ট সেস্টমেন্ট’ প্রভৃতি লিখে সার্চ দেয়।
তাই নিজে থেকেই গুগলে এই শব্দগুলো লিখে সার্চ দিন। এ ধরনের কোনো স্পর্শকাতর তথ্য ই–মেইলে থাকলে তা মুছে ফেলুন বা সরিয়ে রাখুন। মেইলে এ ধরনের তথ্য রাখবেন না।
বন্ধুরাও বিপদে
কারও ই–মেইল হ্যাক হলে তার বন্ধুরাও বিপদে পড়ার সম্ভাবনা আছে।
সাইবার দুর্বৃত্তরা নাম ভাঙিয়ে বন্ধুদের কাছে সাহায্যের জন্য মেইল পাঠাতে পারে, ই–মেইল ব্যবহার করে প্রতারণা করতে পারে।
শুধু তা–ই নয়, বিপদে পড়েছে বলে জরুরি কিছু টাকা দরকার বলে মেইলও করতে পারে।
এছাড়া বন্ধুর পাঠানো ইমেইলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে অন্য ইমেইলে সরিয়ে নিতে পারে, এতে অ্যাকাউন্ট উদ্ধারের পর বন্ধুর মেইলের উত্তর আর সঠিক ঠিকানায় পৌছাবে না।
এতে বন্ধু কখন আক্রমণের শিকার হয়েছে সেটা জানা যায় না। সবচেয়ে বাজে বিষয় হয় যখন দুর্বৃত্তরা সব মেইল অ্যাড্রেস ও কন্টাক্টস মুছে দেয় তখন। এতে কোনো বন্ধুকেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানানোর সুযোগ পাওয়া যায় না।
গুগলের অ্যাকাউন্ট রিকভারি সিস্টেম ব্যবহার করে তথ্য ফিরিয়ে আনা যায়, তবে তার আগে নিজের অ্যাকাউন্ট উদ্ধারের প্রয়োজন পড়ে।
তাই ই–মেইল যাতে হ্যাক না করতে পারে সে ব্যবস্থা শুরুতেই নিন। আপনার মেইলে দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা চালু করুন। দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে অ্যাকাউন্টে নিয়মিত পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন করার সময় স্মার্টফোন ও ট্যাবে আরও একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত একটি স্তরের নিরাপত্তা পাওয়া যায়। তাই যতক্ষণ হাতে মোবাইল থাকে, ততক্ষণ পর্যন্ত আর কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারছে না সেই বিষয়টি নিশ্চিত হয়।
গবেষকেরা জানিয়েছেন, নতুন কোনো কম্পিউটার থেকে লগ ইন করার সময় এতে হয়তো অতিরিক্ত ৩০ সেকেন্ড সময় লাগে কিন্তু তা দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনে।

Friday, November 7, 2014

ফেসবুকে প্রেম, গর্ভে দু’সন্তান নিয়ে নির্মমভাবে খুন কলেজছাত্রী!

ফেসবুকে প্রেম, গর্ভে দু’সন্তান নিয়ে নির্মমভাবে খুন কলেজছাত্রী!

       নাজমুন নাহার (২৪) হতভাগা মেয়েটি আজ থেকে প্রায় ১০ মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় নরসিংদীর মনোহরদী থানার সুকন্দী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রফিকুল ইসলামের (২৬) সঙ্গে। প্রেমের টানে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের দু’মাস পরই বাবা-মার অমতে রফিকুলকে বিয়ে করে বাড়ি ছেড়েছিলেন তিনি। বিয়ের পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান নাজমুনের। শেষে সেই স্বামীর হাতেই দুই সন্তান গর্ভে নিয়ে নির্মমভাবে খুন হয়ে পৃথিবী থেকে চির বিদায় নিল নাজমুন।
এ ঘটনার পর মঙ্গলবার ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে নাজমুনের ছোট মামা মহিউদ্দিন স্বামী রফিকুলের বিরুদ্ধে সন্ধ্যায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী মহি উদ্দিন জানান, মঙ্গলবার মিডিয়ায় ভাগ্নি লাশ উদ্ধারের খবর প্রচারিত হওয়ার পরই মামা জানতে পারেন, বিয়ের দুই মাস পর তারা গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকার অ্যাডভোকেট শামীম ভূঁইয়ার বাড়িতে ভাড়া ছিলেন। তারা এ বাড়ির ৫ম তলায় প্রায় ৬ মাস বসবাস করছিলেন।
জয়দেবপুর থানার এস.আই আরশাদ হোসেন জানান, স্বামী রফিকুল স্বীকারোক্তিতে বলেন , অন্য এক পুরুষের সঙ্গে স্ত্রী নাজমুন নাহারের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি টের পেয়ে রফিকুল তার স্ত্রীকে বার বার নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার মনমালিন্য ও ঝগড়া হয়। এক পর্যায়ে গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্বামী রফিকুল ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীকে শ্বাসরোধ ও ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। এরপর লাশটি তার বাসার একটি কক্ষে দুটি লেপ ও তোষক দিয়ে মুড়িয়ে রাখে।
পরর্বতীতে বাসা পরিবর্তন করার জন্য রফিকুল একটি পিকআপভ্যান ভাড়া করে। সে অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টার দিকে বাসার মালামাল পিকআপে ওঠানো শুরু করা হয়। পিকআপে লেপ-তোষক তোলার সময় এগুলো থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এতে পিকআপ চালক ফোরকান মিয়া ও হেলপার তানজিনের সন্দেহ হয়। তারা এ বিষয়ে রফিকুলের কাছে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে রফিকুল দৌড়ে পালাতে চেষ্টা করলে চালক ও হেলপার তাকে ধাওয়া করে আটক করে।
পরে ঘটনাটি জয়দেবপুর থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহত নাজমুন নাহারের গলা ও ডান পা কাটা রয়েছে। মুখের মধ্যে ওড়না ঢুকানো ও দু’পা বাঁধা ছিল। তাকে গত রোববার হত্যার পর লাশটি বাসায় তোষক দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘাতক স্বামী রফিকুলের বাড়ি নরসিংদীর মনোহরদী থানার সুকুন্দি গ্রামে। তার বাবার নাম হুমায়ূন কবীর।
রফিকুল ঢাকার গুলশানে সাউথ পয়েন্ট ওভারসীজ লিমিটেড নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় রাণী রি-রোলিং স্টিল মিলে এবং চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি কোচিং সেন্টারে খণ্ডকালীন চাকরি করতেন।
ময়নাতদন্ত শেষে গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, নাজমুনের পেটে ৫ মাস বয়সী ২৫ সেন্টিমিটার লম্বা জমজ (দুইটি) কন্য সন্তান ছিল।
ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা নাজমুনের বড় মামা মোতালেব হোসেন সরকার জানান, লাশ গলে যাওয়ায় উত্তরার আজমপুর কবরস্থানে দাফন করা হবে। তার লাশ গ্রামের বাড়ি নেয়া হবে না।
রাজশাহী সিটি করপোরেশনের বোয়ালিয়া থানার মেহেরচণ্ডী পূর্বপাড়া পদ্মা আবাসিক এলাকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্টার গোলাম জিলানীর মেয়ে নাজমুন নাহার । তিনি রাজশাহী সরকারি কলেজের গণিত বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ।

ডিসেম্বরে টানা ছয় দিন অন্ধকারে ডুবে থাকবেনা পৃথিবী!

ডিসেম্বরে টানা ছয় দিন অন্ধকারে ডুবে থাকবেনা পৃথিবী!

ডিসেম্বর মাসে নাকি টানা ছয় দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রশাসক চার্লস বোল্ডেনের বরাত দিয়ে এমন খবর ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগের সাইটে বারবার শেয়ার দিচ্ছেন অনেকে।২০১২ সালের ডিসেম্বরের ২১ তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটি গুজব বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় হয়েছিল।
এবারও এমন এক ঘটনাই ঘটেছে। একটি স্যাটায়ার সাইটের স্যাটায়ার প্রতিবেদনকে বিশ্বাস করে বানোয়াট এ খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার তো হচ্ছেই, স্যাটায়ার সাইটের প্রতিবেদনের সত্যতা যাচাই না করেই চোখ বুঁজে বিশ্বাস করে নিচ্ছেন ব্যবহারকারীদের অনেকেই।
জিএমএ নিউজ অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, হাজলার ডটকমের প্রতিবেদনের স্বপক্ষে প্রমাণ হিসেবে অনেকেই শেয়ার করছেন বোল্ডেনের একটি ইউটিউব ভিডিও। কিন্তু ওই ভিডিওতে এ ধরনের কিছু বলেননি বোল্ডেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানবসভ্যতার প্রস্তুতি নিয়েই আলোচনা করলেও, পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে বা এ ধরনের কোনো কিছুই বলেননি বোল্ডেন। এমন কিছু হওয়ার আশংকার কথা কোনো বিবৃতিতেও বলেনি নাসা। তবে প্রতিবেদনের সত্যতা যাচাই না করে হাজলার ডটকমের ভুয়া খবরই বিশ্বাস করছেন অনেকে। নাসার বরাত দিয়ে বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১১ সালে এফএকিউ ডিবাংকিং এ আঁধারে ঢাকা দিন নামের একটি আর্টিকেল নিয়েও গুঞ্জন এবং মাতামাতি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের এসইও’র কাজ পাচ্ছে বাংলাদেশের ৫০০ ফ্রিল্যান্সার






যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের পাঁচ শতাধিক ফ্রিল্যান্সার এসইও’র কাজ পাচ্ছেন। যারা কাজ পাচ্ছেন তারা ঘরে বসেই কাজ করার সুযোগ পাবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই কাজটি পেতে অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের বিএনএসপ্ল্যানেট নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেত্রে নির্বাচিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানির অনলাইন মার্কেটে প্রচারণা (এসইও)’র জন্য বাংলাদেশ থেকে কাজ করবে বিএনএসপ্ল্যানেট নামের প্রতিষ্ঠানটি। তিন বছর মেয়াদী অনলাইন মার্কেটিংয়ের কাজটি বাস্তবায়ন করতে ইতোমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে বৃহ¯পতিবার দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি লিমিটেডের সাথে চুক্তি করেছে বিএনএসপ্ল্যানেট। এ সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, বিএনএসপ্ল্যানেটের ব্যবস্থাপনা পরিচালক মো. সারওয়ার হোসেনসহ অন্যান্যরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন জানিয়েছেন, সদ্য সমাপ্ত সরকারের হাইটেক পার্কের তত্ত্বাবধায়নে পরিচালিত এসইও’র কোর্স যারা শেষ করেছে তাদেরকে প্রাথমিকভাবে এখানে কাজে লাগানো হবে। তিনি আরও জানান, প্রথম দিকে দেড়শ জনকে নিয়োগ দেওয়া হলেও পরবর্তীতে প্রশিক্ষণের মাধ্যমে এখানে পাঁচ শতাধিক লোকের কর্মসংস্থান হবে। উক্ত এসইও’র কাজের ক্ষেত্রে নারীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং কাজের দক্ষতার ভিত্তিতে তাদের বেতন হবে মাসিক ৩০০ থেকে এক হাজার ডলার। নারীর ঘরে বসেই কাজের সুযোগ পাবেন বলে জানান মনির হোসেন। বাংলাদেশ থেকে এ প্রকল্পটির কাজ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।


Thursday, November 6, 2014

How to create account in wordpress.

  • To create an account in wordpress firstly you have to type www.wordpress.com and then you have to give enter



  • Then you have to type your  website name here i typed new technology


  • Then you have to click create website


  • Then you have to fill the following page and then give enter


  • Then you will see the following page and you have to click next step


  • Then you have to see the following page, from this page you have to choose a theme for your blog and then you have to click next step


  • After choosing a theme then you have see the page and then you have to click next step


  • Now you have finished your website creation and then you have to see your blogger dashboard where you can post your article easily.


Wednesday, November 5, 2014

ওয়ার্ডপ্রেস কি?



প্রাথমিক পর্যায়ে ওয়ার্ডপ্রেস ছিল একটা ব্লগিং প্লাটফর্ম। মানে আপনের একটা ব্লগ অ্যাড্রেস থাকবে, সেইটাতে আপনি ব্লগিং করবেন। ধরেন আপনে একটা ব্লগ খুললেন প্রথম আলো ব্লগে, আপনের খুব ইচ্ছা এইখানে ব্লগ লেইখা ফাটায় ফেলবেন। তো আপনে একটা ব্লগ লেখলেন, লেখলেন “আমার নাম মুকলেস, আমার বাম হাত এইটা, আমার পাঁচটা আঙ্গুল আছে, আমার দুইটা হাত, দুইটা পা……”; তো এই ব্লগ লেখার পরে আপনে পোস্ট কইরা দিলেন; দ্যাখা গেল ব্লগের মডারেটর সাহেব আপনের সব লেখা কাইট্টা ছাইটা লেইখা রাখছে “আমি মুকলেস”; এই দেইখা আপনি হতাশায় ডিসিশন নিলেন যে এই ব্লগের সাথে আপনে আর নাই, আপনি নিজের ব্লগ খুলবেন, নিজের যা মন চায় তাই লিখবেন। প্রথম দিকে ওয়ার্ডপ্রেস আপনাকে এই ব্লগ খোলার ই সুযোগ কইরা দিত।

দিন পাল্টাইছে, পাল্টাইছে ওয়ার্ডপ্রেস; পালটাইতে পালটাইতে ওয়ার্ডপ্রেস এখন মহিরুহ। টাইমস এর হিসাব মতে এখন সারা দুনিয়ায় প্রায় ৫৩ ভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। কারন এইটা দিয়ে সাইট বানাইতে কোন কোডিং জানা লাগে না, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লেখা যায়, ওয়ার্ডপ্রেসেও একইভাবে লেখা যায়, এর উপর আছে হাজার ধরনের প্লাগিন্স; যেইটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট সাজাইতে পারবেন মনের মত। আর ওয়ার্ডপ্রেস এর সবচেয়ে অসাধারণ দিক হইল এইটা পুরা ফ্রী। এক টাকাও কেউ চাইব না আপনের কাছে কোন দিন।

ওয়ার্ডপ্রেস এর প্রকারভেদ –

ওয়ার্ডপ্রেস মূলত দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে, দুইটাই ফ্রী –
. wordpress.com
. wordpress.org

. wordpress.com
wordpress.com এ আপনি একটা ফ্রী সাবডোমেইন পাবেন, প্রায় ২ জিবির মত হোস্টিং পাবেন, আর পাবেন ওয়ার্ডপ্রেস এর নির্দিষ্ট করে দেয়া কয়েকটা ডিজাইন, যেগুলার কেতাবি নাম ‘ওয়ার্ডপ্রেস থিম’; আপনি যেভাবে নরমাল ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন ঠিক সেইভাবে নরমালি আপনি wordpress.com এ অ্যাকাউন্ট খুলতে পারেন আর ধুমায় ব্লগিং করতে পারেন। তবে এর সমস্যাও আছে, wordpress.com এ খোলা সাইট বা ব্লগে আপনি কোন ধরনের চেঞ্জ করতে পারবেন না, প্লাস আপনাকে যেই ওয়েবসাইট ঠিকানা দেওয়া হবে সেইটা হবে এইরকম – mukhles.wordpress.com

The address of free website builder

1.www.wordpress.com
2.www.blogger.com
3.webs.com
4.tumblr.com
5.weebly.com
6.newsbine.com
7.storify.com
8.jigsy.com
9.snappages.com
10.http://www.wix.com/
11.http://www.soup.io/

12.http://hubpages.com/


URL PR
www.xing.com 9
wordpress.com 9
www.merchantcircle.com 8
www.last.fm 8
my.opera.com 8
www.livejournal.com 8
www.sfgate.com 8
www.wix.com 8
www.tumblr.com 8
www.weebly.com 8
www.academia.edu 8
rhizome.org 7
www.zoho.com 7
www.couchsurfing.org 7
www.webs.com 7
www.diigo.com 7
www.newsvine.com 7
www.rediff.com 7
www.angelfire.lycos.com 7
evernote.com 7
www.blog.co.uk 6
www.dailystrength.org 6
www.wetpaint.com 6
www.shutterfly.com 6
www.care2.com 6
www.migente.com 6
hubpages.com 6
wayn.com 6
www.purevolume.com 6
socialmediatoday.com 6
skyrock.com 6
areavoices.com 6
www.redbubble.com 6
www.zootoo.com 6
www.gather.com 6
www.lomography.com 6
www.sitew.com 6
www.cabanova.com 5
www.kickofflabs.com 5
www.smore.com 5
www.own-free-website.com 5
www.mouthshut.com 5
sciencestage.com 5
www.thoughts.com 5
www.jambase.com 5
zoomshare.com 5
myanimelist.net 5
cookeatshare.com 5
www.soup.io 5
www.43things.com 5
www.devhub.com 5
www.sosblogs.com 5
www.350.com 5
www.beep.com 5
www.webgarden.com 5
www.hazblog.com 5
snappages.com 5
www.webspawner.com 5
www.spruz.com 5
pen.io 5
www.doomby.com 5
www.blogbaker.com 5
www.fotki.com 5
www.worldvillage.com 5
crowdvine.com 5
justpaste.it 5
smallcommunities.mixxt.com 0
journalspace.com 5
www.pinkbike.com 5
www.portfoliobox.net 5
www.kiwibox.com 5
www.freewebsite-service.com 4
fotopages.com 4
www.ourstory.com 4
wallinside.com 4
www.flixya.com 4
www.ziki.com 4
getjealous.com 4
lafango.com 4
www.nexopia.com 4
jukeboxalive.com 4
www.geckogo.com 4
www.hpage.com 4
workitmom.com 4
jux.com 4
www.modwedding.com 4
manifo.com 4
www.iconosites.com 4
www.talkspot.com 4
modepass.com 4
www.lintas.me 4
www.aeonity.com

1.wikipedia.com
2.Open Diary.com)    http://www.opendiary.com/entryview.asp?authorcode=D964022&entry=10001
3.http://tribe.net/  ok
4.http://carbonmade.com/   ok
5.http://nirharanirhara.soup.io/  ok
http://www.glogster.com/   have to see in later
6.jimdo.com/      have to see in later
http://hubpages.com
http://blogskinny.com
7.http://nirharanirhara.blinkweb.com/1/2013/01/valentines-day-2013-special-wallpapers-19896/           
blinkweb.com/   ok
http://quizilla.teennick.com/
xing.com
http://www.wix.com
8.http://nirharanirhara.skyrock.com/       skyrock.com  ok
http://www.newsvine.com/   ok
9.page.tl    ok
10.http://nirharanirhara.snappages.com       snappages.com   ok
11.Edit fly-towards-info.webspawner.com      webspawner.com  ok           http://ni94xv9.preview.webspawner.com/

http://www.jambase.com/
12.http://www.podomatic.com/publish/task/5929692/t_review       www.podomatic.com    ok

http://socialmediatoday.com/1164181/thank-you        it have to see after 24 hours   
13.http://blogetery.com   ok
14.http://www.iamsport.org/pg/blog/nirharanirhara/read/15495469/valentines-day-2013-special-wallpapers       http://www.iamsport.org      ok
15.http://www.nexopia.com    ok
16.http://www.blogymate.com       ok
http://nirharanirhara.xbuild.com       .xbuild.com      ok
http://www.homebasedbusinessprogram.com/
https://www.123-reg.co.uk/
http://www.alumniamp.ase.ro      ok
17.http://nirharanirhara.weblogplaza.com/en/wp-admin/post-new.php#          weblogplaza.com/              ok
013/01/valentines-day-2013-special-wallpapers-19

টুইটারে কীভাবে জনপ্রিয় হবেন?

     
টুইটারঅনলাইনভিত্তিক টুইটার অ্যাকাউন্টে যদি কারও বিপুলসংখ্যক অনুসারী থাকে, সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তার জনপ্রিয়তা বাড়ানোর বড় সুযোগ তৈরি করে। এ ক্ষেত্রে বেশি বেশি টুইট না করলেও চলে। স্পেনে নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোশ্যাল নেটওয়ার্কস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা যায়, গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় ব্যক্তিদের টুইটার বার্তা স্বাভাবিকভাবেই বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তুলনামূলক কম জনপ্রিয় ব্যক্তিরাও তাদের কার্যক্রম বাড়িয়ে ও বেশি বেশি টুইট করে নিজ জনপ্রিয়তা বাড়াতে পারে। তবে এই পদ্ধতি দুর্বল ও সময়সাপেক্ষ।
স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত মাদ্রিদ টেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষক দলের প্রধান রোসা বেনিতো বলেন, জনপ্রিয়তা বাড়ানোর জন্য ‘প্রচেষ্টা’ বা প্রচুর বার্তা পাঠানোর চেয়ে বিপুলসংখ্যক অনুসারী থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ।
টুইটার একটি বৈচিত্র্যপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকলেও তাদের অনুসারীর সংখ্যা খুবই কম (গড়ে ৬১ জন)। আবার খুবই কমসংখ্যক ব্যবহারকারী আছে, যাদের অনুসারী বিপুলসংখ্যক। এসব ব্যবহারকারীর অনুসারীর সংখ্যা চার-পাঁচ কোটি পর্যন্ত।
গবেষণার তথ্য বলছে, টুইটারের মতো বৈচিত্র্যপূর্ণ যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহারকারীরা যেভাবে বার্তা পাঠাচ্ছে, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং এমনও ব্যবহারকারী রয়েছে যারা সংখ্যায় কম হলেও খুবই প্রভাবশালী। কোনো কোনো ব্যবহারকারী খুবই কমসংখ্যক টুইট করলেও পাল্টা টুইট পায় অনেক বেশি। রোসা বেনিতো আরও বলেন, সাধারণ ব্যবহারকারীরা নিজেদের তৎপরতা বাড়িয়ে জনপ্রিয় ব্যক্তিদের মতোই সমানসংখ্যক পাল্টা টুইট পেতে পারে। তখন তাদের পক্ষেও প্রভাব বিস্তার করা সম্ভব হবে।

মোবাইল ফোনে সংসার ভাঙছে?



     
মাঝরাতে মোবাইল ফোনের ব্যবহারে সম্পর্কের ক্ষতি হচ্ছেঅতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার, বিশেষ করে মাঝরাতে বেশি বেশি স্মার্টফোন ব্যবহারের ফলে সংসারে ভাঙন দেখা দিচ্ছে বলেই সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে।

গবেষকেরা দাবি করেছেন, মাঝরাতে অতিরিক্ত সময় মোবাইল ফোন ব্যবহারে সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যাচ্ছে যার ফলে সম্পর্ক টিকছে না। আজকাল প্রতারণা ও ডিভোর্সের ঘটনাও ঘটাচ্ছে মোবাইল ফোন। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২৪ হাজার ইউরোপিয়ান দম্পতিকে নিয়ে এই গবেষণা করেছেন। গবেষণায় তাঁরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ব্যবহার ও বৈবাহিক জীবনের তুষ্টির মধ্যে সরাসরি সম্পর্কের বিষয়টি ধরতে পেরেছেন বলে দাবি করেছেন।

গবেষকেরা জানিয়েছেন, সাম্প্রতিক এই গবেষণায় একটি বিষয় ফুটে উঠেছে আর তা হচ্ছে শারীরিক সম্পর্কের বিষয়টিকে হালকা করে দিচ্ছে মোবাইল ফোনের ব্যবহার। এ ছাড়াও পরস্পরের কাছ থেকে চাওয়া-পাওয়ার বিষয়টিও অধিক গুরুত্ব পাচ্ছে না। মাঝরাতে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের ফলে দম্পতির মধ্যেকার সত্যিকারের রোমান্স বিষয়টিই হারিয়ে যেতে বসেছে।
গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যদের রোমাঞ্চকর জীবনযাপনের কথা যখন দম্পতিরা জানতে পারছেন তখন তাঁরাও নিজেদের জীবনযাপন নিয়ে হতাশ হচ্ছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মিসরি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১৮ থেকে ৩২ বছর বয়সীদের নিয়ে আলাদা আরেকটি গবেষণায় দেখেছেন যে, মাঝরাতে স্মার্টফোনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে আন্তরিক সম্পর্কের ক্ষতি হচ্ছে।

How to add a slide show in blog

  • To add a slide show in blog firstly you have to click layout option.


  • After clicking the layout option you have found the following page and from this page you have to click add a Gadget


  • After clicking add a Gadget you have to see the page and from this page you have to click slideshow

Then you have to add your picture which you want to see your slideshow.

Sunday, November 2, 2014

ইন্টারনেট বিল কমিয়ে আনার উপায়


ব্যান্ডইউথের প্রতীকি উপস্থাপনা (ফাইল ছবি)
ব্যান্ডইউথের প্রতীকি উপস্থাপনা (ফাইল ছবি)
মাস শেষে ইন্টারনেটের বিল নিয়ে মাথার চুল ছিঁড়েন অনেকেই। কিন্তু প্রয়োজনের তাগিদে ব্যবহার কমানো সম্ভব না হওয়ায় হা-হুতাশ ছাড়া আর কিছু করার থাকে না। তবে একটু সচেতন ও একটু বুদ্ধিমান হলেই এই খরচ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ঠিক যেন টাকা বেরিয়ে যাওয়ার ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া।

 ওয়্যারলেস বিল কমিয়ে আনার ছয়টি উপায় :

কম্প্রেসার ব্যবহার করুন
ফাইল আপলোড করার সময় কম্প্রেস করে নিন। এতে ডাটা ইউসেজ কমে আসবে। এই জন্য উইন্ডওজের ক্ষেত্রে সেভেন-জিপ, আইজেডআর্ক ও উইনআরএআর ব্যবহার করতে পারেন। ডাউনলোড করার সময় কম্প্রেসড ফাইলকে অগ্রাধিকার দিন। সব মিলিয়ে ডাইনলোড ও আপলোডে যত কম ডাটা খরচ করা যায়, সেই চর্চা করুন।

ফ্রি সুবিধা নিন
টেক্সট ম্যাসেজিংয়ের সময় যত সম্ভব ফ্রি সুবিধা ব্যবহারে করুন। এই ক্ষেত্রে স্মার্টফোনে হোয়াটঅ্যাপস, টেক্সটমি, বিবার ও নিমবাজের মতো অ্যাপস ব্যবহার করুন। ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের কয়েকটি মোবাইল কেরিয়ার ফেসবুক জিরো নামের বিশেষ সুবিধা দিয়ে থাকে। এই সুবিধা পেতে অ্যাড্রেসবারে ০(শূন্য) ডট ফেসবুক এভাবে লগইন করুন। এক্ষেত্রে ছবি বা ভারী কোন ফাইল দেখা যাবে না, তবে বিনামূল্যে ইচ্ছামত চ্যাট করতে পারবেন।

বান্ডেল কিনুন
বিচ্ছিন্নভাবে ডাটা সার্ভিস ক্রয় না করে বান্ডেল কিনুন। এতে ডাটা প্রতি খরচ কমে আসবে। প্রিপেইড ইউজার হলে নিজের ব্যবহার সম্পর্কে অনুমান করে প্যাকেজ কিনুন। মনে রাখবেন, যত বেশি খণ্ড করবেন, তত খরচ বেড়ে যাবে।

ডিসকাউন্টের খবর রাখুন
সেবা প্রদানকারী কোম্পানিগুলো প্রায় সব সময়ই কোন কোন ডিসকাউন্ট প্রদান করে থাকে। এছাড়াও বন্ধ সেবা নতুন করে চালু করলে বিশেষ সুবিধা পাওয়া যায়। অধিকাংশ গ্রাহক অফার সম্পর্কে অজ্ঞাত থাকার কারণে এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হন। অথচ একটি খবর আপনার খরচ কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত ডিসকাউন্ট ও নতুন অফার সম্পর্কে খবরা-খবর রাখুন। পারলে কয়েকটি বন্ধ সংযোগ সংগ্রহ করে রাখুন।

কম্বাইন্ড প্লান ইউজ করুন
যদি আপনার সাথে আরও একাধিক ব্যবহারকারী থাকেন, তবে কম্বাইন্ড প্লানকে গুরুত্ব দিন। এক্ষেত্রে সিঙ্গেল মডেম ইউজ না করে রাউডার ব্যবহার করতে পারেবেন। দেখবেন গড় হিসেবে খরচ অনেকাংশ কমে এসেছে।

অপচয় রোধ করুন
কথায় আছে, অপচয় করো না, অভাব হবে না। তাই যথা সম্ভব অপচয় রোধ করুন। আপনি যদি লিমিটেড ডাটা প্যাকেজ ব্যবহার করে থাকেন, তবে অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করুন। আর যদি আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করেন সুযোগের অপচয় করবেন না। যত বেশি পারবেন ইন্টারনেটে কাজ চালিয়ে যান। সবচেয়ে ভালো এই সুবিধায় অন্য কাউকে অংশীদার করে নিন।

স্মার্টফোন ভিজে গেলে কি করবেন?



smartphone
ভেজা স্মার্টফোন
কখনো কখনো হাত ফসকে পানিতে, চায়ে কিংবা কফিতে পড়ে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোনটি। ভাবছেন পড়া মাত্র নষ্ট হয়ে গেল আপনার প্রিয় ফোনটি। ভাবার কোন কারণ নেই। কারণ একটু সচেতন হলেই আপনার ফোনটি রক্ষা করা সম্ভব।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বণে ভেজা স্মার্টফোনকে বাঁচানোর কয়েকটি টিপস নিচে দেওয়া হলো:
এক. প্রথমে ব্যাটারি স্টিকার চেক করুন:
কোন কারণে স্মার্টফোন ভিজে গেলে প্রথমেই এর ব্যাটারি স্টিকার চেক করুন। যদি আপনার ফোনটির ওয়্যারেন্টি থাকে তাহলে এটি ভিজলেও কোনো ক্ষতি নেই। আর যদি আপনি ফোনটি ক্ষতিগ্রস্থ অবস্থায় খুজেঁ পান তাহলে সাথে সাথেই এর ব্যাটারি খুঁলে ফেলুন।
দুই. তৎক্ষণাৎ ফোনটি বন্ধ করুন:
স্মার্টফোনটি ভেজার সাথে সাথে বড় ধরনের ক্ষতি এড়াতে তৎক্ষণাৎ ফোনটি বন্ধ করুন। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নরম কাপড় বা টিস্যু দিয়ে পানি মুছে ফেলুন। সেই সাথে স্মার্টফোনের ব্যাটারি, সিম, ম্যামোরি কার্ড খুলে ফেলে সেগুলোও বাতাসে শুকাতে দিন।
তিন. পুঙ্খানুপুঙ্খ ভাবে ফোন মুছে ফেলুন:
নরম কাপড় দিয়ে ফোনটি ভালোভাবে মুছে ফেলুন। এমনকি যদি সম্ভব হয় তাহলে ফোনের পানি বের করার জন্য একটা ছোট ভ্যাকুয়াম ক্লিনারও ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে চুল শুকানোর মেশিন ব্যবহার না করাই ভালো।
চার. বাটিতে চাল নিয়ে তার মধ্যে ফোনটি রাখুন:
ভেজা স্মার্টফোনটি রাতভর বাটির চালে ডুবিয়ে রেখে দিন। তাহলে চাল এটি থেকে আর্দ্রতা চুষে নিবে। এতে করে আপনার ফোনটি ভালো থাকবে।
পাঁচ. স্মার্টফোনটি পুনরায় আরম্ভ করার পূর্বে ২৪ ঘন্টা অপেক্ষা করুন:
ভেজা স্মার্টফোনটি পুনরায় আরম্ভ করার পূর্বে ২৪ ঘন্টা কিংবা আরও বেশি সময় অপেক্ষা করলে ভালো হয়। এমনকি এর অন্য প্রয়োজনীয় উপাদানগুলোও ভালোভাবে শুকিয়ে নিন। এরপর স্মার্টফোনে সব উপাদান ঠিকঠাকমতো লাগিয়ে এটি চালু করুন। চালু না হলে পাশাপাশি কোন কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
ছয়. বাতাসে শুকান:
স্মার্টফোনের ভেজা উপাদানগুলো কোন খোলা রুমে ফ্যানের নিচে রাখা ঠিক নয়। এগুলো বাতাসে তথা এয়ার কন্ডিশনের সামনে ধরলে কয়েক মিনিটের মধ্যেই তা শুকিয়ে যায়।

SEO

SEO stands for “search engine optimization.” It is the process of getting traffic from the “free,” “organic,” “editorial” or “natural” search results on search engines.There are two types of seo they are-

  1. On page Seo and
  2. Off page Seo

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো (যেমন গুগল এবং বিং) থেকে ওয়েবসাইটের জন্য টার্গেটেড ফ্রি ট্রাফিক বা ভিজিটর আনা যায়। সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়ার উপর একটা সাইটের সাফল্য অনেকটাই নির্ভর করে, হতে পারে সাইটটি এডসেন্স কিংবা এফিলিয়েট মার্কেটিংকে টার্গেট করে কিংবা নিজস্ব পন্য বা সেবা বিক্রি করার জন্য। অনলাইনে সফল প্রায় সকল ওয়েবসাইটই এসইও এর মাধ্যমে অধিকাংশ ট্রাফিক পেয়ে থাকে। ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে সেখানে প্রোডাক্ট বিক্রয় কিংবা সেবা প্রদানের হার তথা আয় বাড়ার সম্ভাবনা তত বেশী। কথাটি চিরন্তন সত্য, ট্রাফিক=রেভিনিউ!
সার্চ ইঞ্জিনগুলো সেসব ওয়েবসাইটকেই প্রথমে প্রদর্শন করে সেগুলোকে বিভিন্ন নীতিমালা অনুসরণ করে প্রথম দিকে রাখে। এক কথায় বলা যায়, সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খুঁজে পেতে পারে, সহজে পড়তে পারে এবং ইউজারের সার্চ অনুসারে সবার উপরে অর্থাৎ প্রথম পাতায় দেখাতে পারে সে ধরণের বিজ্ঞানসম্মত ব্যবস্থা করার সামষ্টিক প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়।

 

যে ১০ টি ব্যাপার মাথায় রেখে অনলাইন মার্কেটিং করার জন্য টাইটেল এবং কন্টেন্ট প্ল্যান করবেন

 

সেই নিমিত্তে আজকে আমি জানাবো আসলে কি কি পদ্ধতি অবলম্বন করে আমি টাইটেল এর প্ল্যান  করে থাকি,কন্টেন্ট এর গুরুত্ব নিয়ে নিজের ভাবনাগুলুকে কিভাবে আমি ভাবি – এই বেপারগুলো।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

১. সবচাইতে গুরুত্ব দই টাইটেল এর দিকেঃ আমি যখন কোন কন্টেন্ট এর প্ল্যান করি প্রথমেই এবং সবচাইতে বেশি গুরুত্ব দেই টাইটেল এর দিকে।
আচ্ছা ভাবুনতো, আপনি এস ই ও বা অনলাইনে মার্কেটিং করার চিন্তা করছেন,কেউ কি সার্চ করে আগে আপনার কন্টেন্ট পড়বে নাকি আগে আপনার টাইটেল তাকে মুগ্ধ করলে সে এমনিতেই আপনার সাইট বা ব্লগে আসবে ??
উত্তরটা নিশ্চয় হবে আগে তো টাইটেল দেখবে।
সুতরাং আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই টাইটেল এর দিকেই। ভালো একটা টাইটেল আপনাকে দিবে অনেক প্রকার সুবিধা।
. টার্গেট করা কি ওয়ার্ড নিয়ে  ঘাটাঘাটি করি অনেক বেশিঃ
আপনি হয়ত কোন একটা টপিক নিয়ে কন্টেন্ট লিখবেন্‌ সেই টপিক এর জন্য নিশ্চয় কিছু কি ওয়ার্ড টার্গেট করে কাজ করবেন যার মাঝে রয়েছে আপনার মেইন কি ওয়ার্ডটি। সেই কি ওয়ার্ড নিয়ে প্রথমেই আমি যা করি গুগলে একটা সার্চ দেই, সাথে সাথে ইমেজ,ভিডিও এবং কাস্টম সার্চ করি সেই কি ওয়ার্ড নিয়ে জানার জন্য। খুঁজে পেতে চেষ্টা করি গত ১ মাসের ফলাফল, গত ৬ মাসের ফলাফল, গত ১ বছরের ফলাফল এবং চোখ সর্বদাই আটকে থাকে কত গুলু ইনডেক্স রয়েছে গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনগুলুতে। সাথে তো কম্পিটিটর রিসার্চ করতেই হয় উনাদের সম্পর্কে জানার জন্য।
এই সকল বিষয় একত্রে করে একটা ভালো প্ল্যান করি আমিঃকিভাবে কাজ করতে পারলে আমি আমার প্রতিযোগীদের থেকে বেশি সুবিধা আদায় করতে পারবো। আর এই ভাবনার কারন একটাই-আমার কাজ থেকে সর্বাত্মক সুবিধা আদায় করা।
০৩. কল্পনা করিঃ আমি এই টাইটেল এর পাঠক।
এত কষ্ট করে আমি একটা কন্টেন্ট লিখলাম।
কেন লিখলাম ??
কোথায় লিখলাম ???
কার জন্য লিখলাম ????
নিশ্চয় মানুষ পড়বে বলেই তো আমরা কন্টেন্ট লিখে থাকি।আমি সবসময় ভাবি আমি সেই দলের একজন যারা এই লেখাটি পড়বে এবং সর্বাত্মক খুশি হবে লেখাটি পড়ে পরের লেখাটার জন্য অপেক্ষা করবে।

০৪.সার্চ ইঞ্জিনে আমার অবস্থান কল্পনাঃ
আমি কল্পনা করতেই পারি যে আমার লেখা কন্টেন্টটি সার্চ ইঞ্জিনের ১  নাম্বারে না থেকে ৩/৪/৫ নাম্বারে বা ১০ নাম্বারের আগে রয়েছে । অবস্থান একটু দূরে হলেও পাঠক যেন রাঙ্ক করা টাইটেলগুলো থেকে আমার টাইটেলটাকে বেশি গুরুত্ব দেয়।কারন ভেতরের লেখাগুলু পড়ার আগেই কিন্তু সে টাইটেল দেখছে, টাইটেল ভালো লাগলে সে যদি সত্যি ভালো মানের কন্টেন্ট পড়তে উৎসাহী হয়ে থাকে তবে রাঙ্কিং পাওয়া কন্টেন্ট এর দিকে না চেয়ে সে আমার কন্টেন্ট পড়তে চাইবে।কারন সবাই যখন কিছু একটা পেতে চায় তখন একটু ভালোটার দিকেই হাত বাড়ায় ।
০৫. টাইটেলে একটু হালকা মজা করার চেষ্টা করিঃ
আপনি সর্বদাই রোবট এর মত একাধারে টাইটেল লিখেই যাবেন আর লিখেই যাবেন–এটা হতে পারে না। আপনি যখন আপনার সাইটম্যাপ থেকে সব গুলু টাইটেল একত্রে করে দেখবেন তখনি বুঝে যাবেন আসলেই আপনি কেমন পারফর্ম করেছেন। তাই মাঝে মাঝে আপনার টার্গেট করা পাঠকদের জন্য টাইটেলে মজার কিছু রাখুন। দেখবেন পাঠক যেমন মজাও পাবে এবং এটা আপনার সাইটে সেই পাঠককে ফিরিয়ে আনার জন্যও কাজ করবে। কারন সে এক ধরনের টাইটেল দেখতে দেখতে অভ্যস্ত না, সে যা চায় ঠিক তাই যদি আপনি দিতে পারেন তবে আপনি চিরতরে পেয়ে যাবেন কিছু পাঠক। তবে যতই মজা করি না কেন সেটা টপিক রিলেটেড অবশ্যই হতে হবে।
০৭.কন্টেন্টের ভেতরে ভালো কিছু রয়েছে এমন ইঙ্গিত দিতে চেষ্টা করি সর্বদাইঃ
আমি খুব যত্ন করে একটা আর্টিকেল লিখলাম সেটার কিছু ইঙ্গিত আমি টাইটেলের মাঝে রাখতেই পারি। এতে করে খুব সহজেই পাঠকরা বুঝে নিতে পারবে তাদের প্রয়োজনটা কি আদৌ আমার এই কন্টেন্ট পুরন করতে পারবে কিনা। কিন্তু টাইটেল দেখে কন্টেন্ট এর ভেতরে যদি সেটার কোন ছিটেফোঁটাও না থাকে তবেই হবে মহাবিপদ। আপনি টাইটেল দ্বারা মানুষকে প্রভাবিত করছেন সেটার ফলাফল যদি কন্টেন্টে না থাকে তবে কিন্তু হিতে বিপরীত হবে। সুতরাং সাবধান হউন আরও বেশি করে।
 ০৮.টাইটেল একটু লম্বা করি টার্গেট পুরনের জন্যঃ
ছোট ছোট টাইটেল এর চাইতে একটু লং টেইল কি ওয়ার্ড এর মত করে টাইটেল বানানোর চেষ্টা করি আমি। এতে করে অনেক বেশি অর্থবহ করে তোলা যায় টাইটেলটিকে। এবং অনেক বেশি সুবিধা আদায় করা যায় । আপনি যদি একটু বেশি সময় পান তবে যেমন একজনকে বোঝাতে সহজ হয় ঠিক তেমনি টাইটেল যদি একটু বড় করতে পারেন তবেই আপনার টার্গেট করা পাঠককে আপনি আকৃষ্ট করতে সক্ষম হবেন।
০৯.প্রতিযোগীদের সাথে বিচার করি নিখুঁতভাবেঃ সবশেষে আমি রাঙ্কে থাকা প্রতিযোগীদের সাথে মিলিয়ে দেখি,যদি সন্তুষ্টির হার ৮০% এর উপরে থাকে তবেই সেটা পাবলিশ করি।
আপনি সব কিছু ঠিক ঠাক ভাবে করলেন আপনার মতে। এইবার চলুন যুদ্ধক্ষেত্রে-যেখানে আগে থেকেই রয়েছে আপনার শক্ত প্রতিপক্ষ। তাদের টাইটেল এর ধারের কাছে যদি আপনার টাইটেল এর ধার কমে যায় আপনি অবশ্যই হেরে যাবেন, আর যদি তাদের চাইতে বেশি ভালো ধার থাকে তবে তারা অনেক অভিজ্ঞতাসম্পন্ন যোদ্ধা (এইক্ষেত্রে পুরাতন বা বয়স্ক কন্টেন্ট বোঝানো হয়েছে) হলেও আপনার জন্য খুব বেশি সমস্যা হবে না।
১০.কাজের ক্ষেত্রে মনে প্রানে বিশ্বাস করিঃ যে কোন কাজে একটা ভালো প্ল্যান অনেক বেশি কাজ করার চাইতে অধিক উত্তম। সুতরাং বেশি বেশি জোর দেন আপনার প্ল্যানের প্রতি। ভালো একটা প্ল্যান আপনাকে অনেকদিন পর্যন্ত সুবিধা প্রদান করতে পারে।
সবশেষে কথা একটাইঃ আপনি যা করছেন সেটার যদি ভালো একটা প্ল্যান না দদাড় করাতে পারেন তবে আপনার সমস্ত কাজ বৃথা হয়ে যেতে সময় লাগবে না। সুতরাং আগে করুন একটা প্রফিটেবল প্ল্যান এবং সেই নিমিত্তে কাজ শুরু করেন। নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচাই করুন নিজের কাজ সম্পর্কে। ফলাফল যদি আপনাকে সন্তুষ্ট করে তবেই হল। আর অনলাইনে কাজ করার জন্য আপনি হাজার রকমের রিসোর্স পাবেন, একেক জন একেক রকম ভাবে কাজ করে থাকে। তবে সকলের সকল টিপস যে আপনার জন্য উপকারী সেটা ভাবার অবকাশ নেই। আপনার জন্যই যা উপকারী সেটা রেখে বাকিসব মন থেকে মুছে ফেলুন।
আল্লাহ্‌ রহম করলে আর সঠিকভাবে কাজ করতে পারলে সফলতা আসতে বাধ্য।



এসইও যা যা শিখতে হবে

এসইও বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় আছে যা ধাপে ধাপে শিখতে হয়।
# সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে
# কিওয়ার্ড রিসার্চ ও কম্পেটেটিভ এনালাইসিস

* কিওয়ার্ড সাজেশন ও তালিকা তৈরি
* উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ড নিবার্চন
* কম্পিটেটর আইডেন্টিফাই
* কম্পিটেটর এনালাইসিস টেকনিক
* কিওয়ার্ড ব্যবহারে প্রস্তুতি গ্রহণ
* প্রজেক্ট সল্ভ

# সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি
* এসইও ফ্রেন্ডলি ডিজাইন
* ওয়েব সাইটের কন্টেন্ট প্ল্যান
* সার্চ ইঞ্জিন কম্পেটিবিলিটি
* সাইটের লিংক স্ট্রাকচার ও নেভিগেশন
* ওয়েব সাইট ইউজেবিলিটি
* ওয়ার্ডপ্রেস সিএমএসে কাজ করা
# কন্টেন্ট তৈরি ও অপটিমাইজেশন
* কিওয়ার্ড VS কন্টেন্ট টার্গেটিং
* কন্টেন্ট ডেভেলপমেন্ট
* কন্টেন্ট অপটিমাইজ
* কন্টেন্ট ডুপ্লিকেসি
* অনসাইট এবং অনপেজ অপটিমাইজেশন
# টেকনিক্যাল এসইও
* এসইও’তে ডোমেইন ও সার্ভার ইস্যু
* ব্রোকেন লিংক ও রিডাইরেকশন
* অন্যান্য সিএমএস সম্পর্কিত ট্রাবলশ্যুটিং
* স্ট্রাকচার ডাটা
# ওয়েব সাইট পপুলারিটি ও অথোরিটি বিল্ডিং
* লিংক বিল্ডিং/আর্নিং স্ট্রেটেজি ডেভেলপ
* ইনকামিং লিঙ্ক
* সোশ্যাল সিগনাল
* ব্রান্ড প্রমোট
# ওয়েব সাইট পারফর্মেন্স এনালাইসিস ও রিপোর্টিং
* গুগল ওয়েব মাস্টার
* গুগল এনালিটিক্স
* র‍্যাংক ও লিংক মনিটরিং
* এসইও অডিট
* স্পাম প্রতিরোধ ও প্রতিকার
# অ্যালগরিদম আপডেট ও করণীয়
* বিভিন্ন অ্যালগরিদম সম্পর্কে জানা
* পান্ডা, প্যাঙ্গুয়িন এবং অন্যান্য আপডেট জানা
* ওয়েব সাইট যেভাবে রিকোভার করতে হবে
* কেস স্ট্যাডি

 

Saturday, November 1, 2014

How to add gadgets in blog

  • If you want to add an gadget like page, translation etc. you have to click layout firstly. See following picture-





  • After click layout you can see the following picture, then you have to click add a gadget.



  • Then you will see the following page. Here you will find many gadgets. Which gadget you need you will find here, then you have to click your choosable gadget like translate.



স্যামসাং আনছে ‘গ্যালাক্সি এস৬’

স্যামসাং আনছে ‘গ্যালাক্সি এস৬’



গ্যালাক্সি এস৬ স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮১০ চিপ ও ৪ জিবি র‌্যাম যুক্ত করতে পারে স্যামসাংগ্যালাক্সি এস৬ নামের নতুন প্রজন্মের স্মার্টফোন তৈরির কাজ শুরু করেছে স্যামসাং। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে স্যামসাংয়ের নতুন স্মার্টফোনের তথ্য প্রকাশিত হয়েছে।
মাইড্রাইভার্স ডটকম নামের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন স্মার্টফোনের ঘোষণা দেবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানটি। এ বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির ঘোষণা দিয়েছিল স্যামসাং।
কী থাকবে এস৬ স্মার্টফোনটিতে? প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, এস৬ স্মার্টফোনটিতে থাকবে ৫.৩ ইঞ্চি মাপের ফোরকে (২১৬০ বাই ৩৮৪০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রযুক্তি বিশ্লেষকেরা অবশ্য বলছেন, এ তথ্য যদি সত্যি হয়, তবে তা বর্তমানে এস৫ স্মার্টফোনে থাকা ৫.১ ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লের (১০৮০বাই ১৯২০ পিক্সেল) ফুল এইচডি রেজুলেশনের চেয়ে অনেক উন্নত হবে।
বিশ্লেষকেরা ধারণা করছেন, এস৬ স্মার্টফোনে আইরিশ স্ক্যানার যুক্ত করতে পারে স্যামসাং। এর আগে অবশ্য এস৫ স্মার্টফোনে আইরিশ স্ক্যানার আসতে পারে এমন গুজব থাকলেও তা সত্যি হয়নি। এস৬ স্মার্টফোনে যুক্ত হতে পারে ৬৪ বিটের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর ও চার গিগাবাইট র‌্যাম। এ ছাড়া ধাতব কাঠামোর নতুন স্মার্টফোনটির পেছনে যুক্ত হবে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।
প্রসঙ্গত, এস৫ স্মার্টফোনটির আপগ্রেড সংস্করণ হতে পারে এস৬। বর্তমানে বাজারে থাকা এস৫ স্মার্টফোনটিতে এ বছরের ডিসেম্বর মাস থেকে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ললিপপ আপগ্রেডের সুবিধা দিতে পারে স্যামসাং।